kolkata

1 year ago

Yatri Sathi app: যাত্রী সাথী অ্যাপেও বুক করা যাবে অ্যাম্বুল্যান্স!

Yatri Sathi AAp (Symbolic Picture )
Yatri Sathi AAp (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে সকল জনগনের জন্য দারুন পরিসেবা দিতে চলেছে ‘যাত্রী সাথী’ অ্যাপ। ভবিষ্যতে ইকো পার্ক-সহ কলকাতার বিভিন্ন সরকারি বিনোদন পার্কের টিকিট থেকে অ্যাম্বুল্যান্সও বুক সবই করা যাবে এই অ্যাপের মাধ্যমে।  বৃহস্পতিবার পরিবহণ দফতর সূত্রে মিলেছে এই খবর।

দফতরের এক কর্তা বলেন, ‘আমরা চাইছি, মানুষ হয়রানির হাত থেকে বাঁচুন। সে জন্যই যাত্রী সাথী অ্যাপে বিনোদন পার্ক থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স বুকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।’

গাড়ির বুকিং দিয়ে ‘যাত্রী সাথী’ অ্যাপের পথচলা শুরু হয়েছে মাস চারেক আগে। কিছুদিন হলো তাতে চিড়িয়াখানা, জলপথ পরিবহণের টিকিটিও কাটা যাচ্ছে। নতুন বছরের শুরু থেকে মিলবে অ্যাম্বুল্যান্স বুকিংয়ের সুবিধে। স্বাস্থ্য ও পরিবহণ দফতরের কর্তারা এ নিয়ে দিন কয়েক আগেই অ্যাম্বুল্যান্স চালকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বলে সরকারি সূত্রে খবর।

মহানগরের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার সময়ে অ্যাম্বুল্যান্স দ্বিগুণ, তিনগুণ ভাড়া চায় বলে অভিযোগ দীর্ঘদিনের। ঠিক হয়েছে, ‘যাত্রী সাথী’-তে অ্যাম্বুল্যান্স বুক করলে প্রতি ১০ কিমি যেতে নন-এসিতে ১ হাজার টাকা ভাড়া লাগবে। এসি-তে লাগবে ১,২০০ টাকা। দূরত্ব ১০ কিলোমিটারের বেশি হলে ২০ টাকা করে প্রতি কিলোমিটারে দিতে হবে রোগীর পরিবারকে।

অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সে রোগীকে ১০ কিমি নিয়ে যাওয়ার জন্য ৩,৫০০ টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না। এরপর কিমি পিছু সর্বোচ্চ ভাড়া হবে ৬৫ টাকা। শহরের বাইরে গেলেও এর বেশি ভাড়া নিতে পারবেন না কোনও চালক।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘খুব তাড়াতাড়ি যাত্রীসাথী অ্যাপে অ্যাম্বুল্যান্স বুকিংয়ের সুবিধে মিলবে। আমাদের তরফে এ জন্য যা যা করার সবই করা হচ্ছে।’ অ্যাপে অ্যাম্বুল্যান্স বুকিং চালু হলে রোগীর পরিবারের হয়রানি অনেক কমবে বলে দাবি পরিবহণ দফতরের কর্তাদের।

You might also like!