কলকাতা, ১৫ ডিসেম্বর : আসানসোলের জামুরিয়ায় এক তৃণমূল নেতার গাজোয়ারি এবং ঔদ্ধত্যের কড়া সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।
শুক্রবার অগ্নিমিত্রা এক্স হ্যাণ্ডেলে একটি ভিডিও যুক্ত করে লিখেছেন, “ইনি তৃণমূল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। প্রায় সব তৃণমূল নেতা মন্ত্রী সান্ত্রীর মনোভাব এটাই। অহংকার এবং দুর্ব্যবহার টিএমসির দ্বিতীয় নাম। টিএমসি বাংলার মানুষের অর্থ, মর্যাদা, সুযোগ, উত্তরাধিকার চুরি করেছে। তাদের বাংলা থেকে বিতাড়িত করার সময় এসেছে।”
ভিডিওতে দেখা যাচ্ছে একটি দামী গাড়ি করে যাচ্ছিলেন সিদ্ধার্থ রানা। পথে একটি দুর্ঘটনা ঘটায় তাঁর গাড়ি। পথচারীরা প্রতিবাদ করলে গলার জোরে তাঁদের ধমকান সিদ্ধার্থবাবু। রীতিমত শাসানি দেন। এক প্রতিবাদীকে নিগ্রহ করতেও দেখা যায়।