kolkata

1 year ago

A terrible fire in Alipurduar:ভয়াবহ আগুন আলিপুরদুয়ারে ভস্মীভূত একটি দোকান

A terrible fire in Alipurduar
A terrible fire in Alipurduar

 

আলিপুরদুয়ার, ২৫ ডিসেম্বর  : আলিপুরদুয়ার শহরের বড়বাজারে ভয়াবহ আগুন । ভস্মীভূত হয়ে গেল বাজারের একটি বড় দোকান। দমকলকর্মী ও স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল বাজারের অন্যান্য দোকানপাট। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজার এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন রাত দুটো নাগাদ আলিপুরদুয়ারের বড়বাজার এলাকার একটি খেলনা ও কসমেটিকসের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাজারের এক নাইট গার্ড। নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দোকানটিতে। এর পরই নাইট গার্ডের চিৎকার চ্যাঁচামেচিতে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দোকানের তিনটি তল। ক্ষতিগ্রস্থ দোকানটিতে বাচ্চাদের প্রচুর খেলনা ও কসমেটিকস মজুত ছিল বলে খবর।


You might also like!