International

2 weeks ago

Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন

Earthquake in Tajikistan
Earthquake in Tajikistan

 

তেহরান, ২০ জুলাই : ফের কেঁপে উঠল তাজিকিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রবিবার সে দেশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভূপৃষ্ঠ থেকে অন্তত ১৬০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল। এর আগে গত ১২ জুলাই, ১৮ জুলাই-সহ জুন মাসের বিভিন্ন দিন তাজিকিস্তানে ভূমিকম্প হয়েছে।

এদিকে, উত্তর ইরানেও এদিন ভূকম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, রবিবার ভোরে উত্তর ইরানে ৫.৬ মাত্রার কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে। এর ফলে স্থলভাগে কম্পন ও ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে।

স্বল্প গভীরতার কারণে এ ধরনের ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা বেশি থাকে। এছাড়া, ভূপৃষ্ঠের কাছাকাছি উৎপত্তিস্থল হলে কম্পনের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বাড়ার ঝুঁকি থাকে।

উল্লেখ্য, পর্বতময় ভূপ্রকৃতি এবং বৈচিত্র্যময় জলবায়ুর কারণে তাজিকিস্তান প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ দেশ। দেশটি প্রায়ই ভূমিকম্প, বন্যা, খরা, তুষার ধস, ভূমিধস এবং কাদামাটির ধসের সম্মুখীন হয়। হিমবাহ-নির্ভর নদীর অববাহিকা, পাহাড়ি পরিবেশ এবং নদী তীরবর্তী এলাকা ভূমিধস ও ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।


You might also like!