Game

2 weeks ago

women’s kabaddi World Cup: আগস্টে হায়দরাবাদে অনুষ্ঠিত হবে মহিলা কাবাডি বিশ্বকাপ

Hyderabad to host women’s kabaddi World Cup in August
Hyderabad to host women’s kabaddi World Cup in August

 

হায়দরাবাদ, ১৯ জুলাই  : দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ ৩ থেকে ১০ আগস্ট হায়দরাবাদে গাছিবাউলি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জুন মাসে বিহারে এই ইভেন্টটি হওয়ার কথা ছিল। তেলেঙ্গানা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি কাসানি বীরেশ বলেছেন, "বিহার এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য হায়দরাবাদ এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে। হায়দরাবাদ ২০০৫ সালে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল এবং এখন ২০ বছর পর শহরটি আরেকটি আন্তর্জাতিক মহিলা কাবাডি টুর্নামেন্ট আয়োজন করবে।” এই টুর্নামেন্টে ১৪টি দেশ অংশগ্রহণ করবে। আয়োজক ভারত সহ অংশ নিচ্ছে -আর্জেন্টিনা, বাংলাদেশ, চাইনিজ তাইপেই, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার - তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, এবং পোল্যান্ডই একমাত্র দেশ যা এখনও সবুজ সংকেত দেয়নি।


You might also like!