Game

11 months ago

Sania Mirza: 'এখানে জাদু হয়'!, হাসপাতালে বেডে কেন এমন বললেন প্রাক্তন টেনিস তারকা সানিয়া?

Sania Mirza
Sania Mirza

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- হাসপাতাল বেডে শুয়ে আছেন প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা,পাশে দাঁড়িয়ে আছেন এক চিকিৎসক। সম্প্রতি এমনই ছবি ধরা পড়েছে সমাজ মাধ্যমে। আর এই ছবি সামনে আসতেই চিন্তিত অনুরাগীরা।

ভারতীয় টেনিসে 'গ্ল্যামার'-এর ছোঁয়া সানিয়ার দৌলতেই। উজ্জ্বল ত্বক, কানের উপর থেকে নীচ পর্যন্ত ছোট-বড় রুপোলি দুল, সাদা মিনিস্কার্ট আর টিশার্টে মাথায় পনিটেল বাঁধা ঝকঝকে সানিয়াকে টেনিস কোর্টে পুতুলের মতো দেখাত। সেই সানিয়া টেনিস কোর্টকে বিদায় জানালেও গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নিতে পারেননি। ধারাভাষ্যকার, বিভিন্ন ব্র্যান্ডের মুখ হিসাবে তুঙ্গে উঠেছে জনপ্রিয়তা। সেই সব পেশাদারি দায়িত্বের প্রয়োজনেই ঝকঝকে থাকতে হয় সানিয়াকে। কিন্তু তাঁরও তো চোখের তলায় কালি পড়ে। সেই কালি কী ভাবে ঢাকেন প্রাক্তন টেনিস তারকা? সানিয়া তাঁর 'গ্ল্যামার' মন্ত্রের খোঁজ দিয়ে ইনস্টাগ্রামের পাতায় লিখেছেন, ''ম্যাজিক হ্যাপেনস হিয়ার'' অর্থাৎ ''এখানে জাদু হয়।'' কিসের জাদু? ইনস্টাগ্রামে সানিয়া লিখেছেন, ''আমার চোখের নীচের কালির জন্য অ্যান্টিঅক্সিড্যান্ট চিকিৎসা হোক বা ত্বক উজ্জ্বল করার যে কোনও চেষ্টা, জাদুটা এখানেই হয়।''

You might also like!