Festival and celebrations

2 years ago

Chhath Festival : দেশের বিভিন্ন প্রান্তে সূর্যদেবের আরাধনা, অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ৪-দিনের ছটপুজোর সমাপ্তি

Celebration of Chaat Puja 2022
Celebration of Chaat Puja 2022

 


নয়াদিল্লি, ৩১ অক্টোবর : সূর্যদেবের আরাধনা ও অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সমাপ্তি হল ৪-দিন ব্যাপী ছটপুজোর। বিহার থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ থেকে উত্তর প্রদেশ-দেশের বিভিন্ন প্রান্তে সোমবার ভোররাত থেকেই নদী ও জলাশয়ের ধারে জড়ো হন ছটপালনকারীরা, ৪-দিনের ছট পুজো উৎসবের শেষ দিনে সূর্যদেবের আরাধনা ও অর্ঘ্য নিবেদন করা হয়। পাটনার পাটনা কলেজ ঘাটে গঙ্গা নদীর তীরে এদিন ভোরে বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতি ছিল, রাঁচির হাতানিয়া তালাবেও বিপুল ভক্তদের সমাগম হয় এদিন ভোরে।

একই ছবি দেখা গিয়েছে কলকাতার দহি ঘাটে। কলকাতার দহি ঘাটে ৪-দিনব্যাপী ছট পুজো উৎসবের শেষ দিনে প্রচুর সংখ্যক ভক্ত সূর্যদেবকে 'সূর্যোদয় অর্ঘ্য' প্রদান করেন। দিল্লিতে যমুনা নদীতেও এদিন ভক্তরা ছটপুজো করেন। শুধু ভারতই নয়, বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে ছটপুজো। নিউ জার্সি, টেক্সাস এবং ম্যাসাচুসেটস-সহ আমেরিকার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক ভক্তরা ছটপুজো উপলক্ষ্যে সূর্যদেবকে 'অর্ঘ্য' নিবেদন করেছেন।


You might also like!