Entertainment

2 weeks ago

Alia Bhatt on Saiyaara: ‘সাঁইয়ারা’ দেখেই প্রশংসায় ভাসালেন আলিয়া, বললেন ‘এ যেন যাদু’র জুটি’

Alia Bhatt on Saiyaara
Alia Bhatt on Saiyaara

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: আহন পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ‘সাঁইয়ারা’ ইতিমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। একের পর এক প্রশংসা কুড়োচ্ছে এই ছবি। বক্স অফিসে সফলতার সঙ্গেই চলেছে সিনেমাটি, আর এখন বহু পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছে এই রোম্যান্টিক ড্রামা।দুই একেবারে নতুন মুখ উঠে এসেছে এই ছবিতে। আর এবার অহন পাণ্ড আর অনীত পাড্ডার প্রশংসা করলেন আলিয়া ভট্ট (Alia Bhatt) স্বয়ং। দুই অভিনেতার প্রশংসা করে পোস্ট করেছেন আলিয়া ভট্ট। শুধু তাই নয়, তিনি এই পোস্টে মোহিত সুরিকেও শুভেচ্ছা জানিয়েছেন।

অহন-অনীতের প্রশংসায় কী লিখলেন আলিয়া?

আলিয়া অহন পাণ্ডে এবং অনীতকে ট্যাগ করে লিখেছেন, 'এটা বললে এতটুকুও ভুল হবে না যে দুই যাদু-তারকার জন্ম হয়েছে। মনে নেই, শেষ কবে দুই অভিনেতাকে এইভাবে দেখেছি। আমাদের দুজনের চোখে তারার ঝলমলানি দেখেছি। তোমরা নিজেদের জায়গায় এতটা সততার সঙ্গে উজ্জ্বল হয়ে উঠেছো যে তোমাদের বার বার দেখতে পারি। সত্যি বলতে, হয়তো দেখব ও।' আলিয়া লিখেছেন যে তিনি এতটাই খুশি যে তিনি এই খুশি কেবল লিখে, ভাষায় প্রকাশ করতে পারবেন না। এরপরে আলিয়া ভট্ট পরিচালক মোহিত সুরিরও প্রশংসা করেছেন।

মোহিত সুরিকে নিয়ে কী লিখলেন আলিয়া?

মোহিত সুরিকে আলিয়া ভট্ট জাহাজের ক্যাপ্টেন হিসেবে উল্লেখ করে লিখেছেন, 'কী দুর্দান্ত ছবি। আর কী দারুণ অনুভূতি। সঙ্গে সঙ্গে ছবির গানগুলো ও খুব সুন্দর। আপনি আমায় সেই অনুভূতি দিয়েছেন, যা কেবলমাত্র একটা সিনেমাই দিতে পারে। 'সাঁইয়ারা' সিনেমাটার মধ্যে হৃদয় রয়েছে, মন রয়েছে... যা ছবি শেষ হওয়ার পরেও সঙ্গে থেকে যায়। সেটাই ছবিটার বিশেষত্ব।' এরপরে আলিয়া গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তিনি যে অনুভূতিটা পেয়েছেন, সেটার জন্য তিনি ধন্য।

কেমন ব্যবসা করল 'সাঁইয়ারা'?

মোহিত সুরির পরিচালনায় তৈরি এই ছবি তৈরি হয়েছে মাত্র ৬০ কোটির বাজেটে এবং এটি এখন পর্যন্ত বক্স অফিসে ৪২ কোটির বেশি ব্যবসা করেছে। আসলে, এই সিনেমাটা নিয়ে কারোর ততটাও প্রত্যাশা ছিল না। কিন্তু ছবিটা ভীষণ ভাল ফল করেছে বক্সঅফিসে। কেবল আলিয়া ভট্ট নয়, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে বহু দর্শকই এই ছবির অভিনেতা অভিনেত্রীদের প্রশংসা করেছেন।

You might also like!