Country

1 month ago

Tamil Nadu:তিরুভাল্লুরে লাইনচ্যুত মালগাড়িতে ভয়াবহ আগুন, ট্রেন পরিষেবা বিপর্যস্ত

Goods train derailed Tamil Nadu
Goods train derailed Tamil Nadu

 

তিরুভাল্লুর, ১৩ জুলাই : তামিলনাড়ুর তিরুভাল্লুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। লাইনচ্যুত হওয়ার পর ওই মালগাড়িতে আগুনও ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। রবিবার সকালে তিরুভাল্লুরের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ওভারহেড বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়। দক্ষিণ রেলের যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ আপডেটগুলি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

তিরুভাল্লুরের কাছে যেখানে মালগাড়িতে আগুন লেগেছে, সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-র দু'টি দল ঘটনাস্থলে ছুটে যায়। দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, "তিরুভাল্লুরের কাছে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে, নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ওভারহেড বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ট্রেন পরিচালনায় পরিবর্তন এসেছে।"


You might also like!