Video

4 weeks ago

Gangasagar News | সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন, বেহাল রাস্তায় কাজ শুরু গঙ্গাসাগরে

 

সংবাদ মাধ্যমের খবরের পর শুরু হলো বেহাল রাস্তা রিপিয়ারিং এর কাজ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের বামন খালি ২৬ নম্বর বুথে ডিলার মোড় থেকে টেংরা মারীর খাল পর্যন্ত দীর্ঘ ২২০০ মিটারের মধ্যে এক কিলোমিটার রাস্তা হওয়ার পর বাকি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। যার ফলে প্রতি নিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে স্কুলে যেতে পারছে না ছাত্রছাত্রীরা বেশ কয়েকজন ওই রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর সেই খবর সংবাদ মাধ্যম গত ৬ তারিখে করতে গেলে বেশ কয়েকজন বাধা দেয় তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। সেই খবর গিয়ে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার কাছে তিনি নির্দেশ দেয় ওই রাস্তা রিপিয়ারিং জন্য এরপর তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গে দেখা করেন এছাড়াও ওই এলাকায় সাধারণ মানুষের একাধিক অভিযোগের কথা সোনার পর এই রাস্তা দ্রুত ঢালাই রাস্তা হবে বলে আশ্বাস দেন মন্ত্রীর এই আশ্বাস পেয়ে খুশি এলাকাবাসীরা। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় মন্ত্রী।

You might also like!