Video

4 weeks ago

Flood Affected | বৃষ্টিতে নদীর তোড়ে ভাঙল অস্থায়ী রাস্তা, বিচ্ছিন্ন ১২টি গ্রাম বীরভূমে

 

অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা। জলের তোড়ে ভেঙে বীরভূমের মহম্মদবাজার থেকে বড়াম সহ ১২ টি গ্রাম যাওয়ার নদীর উপর অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়েই মহম্মদ বাজারের সাথে ১২ টি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা ছিল , বিপাকে প্রায় ১২ টি গ্রামের মানুষ। নৌকায় করে চলছে যাতায়াত। মহম্মদবাজার আঙ্গাড়গড়িয়া থেকে বড়াম যাওয়ার যে অস্থায়ি রাস্তা সেটি নদীর জলের তোড়ে ভেঙে যায়। তাতেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বড়াম, নরসিংহপুর সহ প্রায় ১২ গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এই সমস্যা নতুন নয়। প্রতিবছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়৷ তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী ব্রীজের দাবি তুলেছেন স্থানীয়রা।

You might also like!