Life Style News

3 weeks ago

Beauty Tips: ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে ঘরেই তৈরি করুন কোরিয়ান স্টাইল ফেসপ্যাক, জেনে নিন সহজ টিপস।

DIY Korean skincare
DIY Korean skincare

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: রূপচর্চায় কোরিয়ান বিউটি প্রোডাক্টের চাহিদা এখন অনেক বেশি। তবে আপনি যদি রাসায়নিকযুক্ত বিভিন্ন প্রসাধনীর বদলে বাড়িতেই তা বানিয়ে নিতে চান তাহলে জেনে নিন বাড়িতে থাকা কী কী জিনিস দিয়েই কোরিয়ান ফেস প্যাক দিয়ে রূপচর্চা করতে পারবেন ও তা কিভাবে বানাবেন।অ্যালোভেরা জেল ও চালের গুড়ো মাত্র এই দুটি উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বিশেষ এই কোরিয়ান ফেস প্যাক।সবার আগে অ্যালভেরা পাতার থেকে জেল বের করে নিন। এবার তাতে ২ চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। যতক্ষণ না এই মিশ্রণটি ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করে নিন।

এরপর মুখ টা ভালো ভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তৈরি করে রাখা ফেসপ্যাকটি মুখ ও ঘাড়ে অ্যাপ্লাই করুন। ১৫ মিনিট রেখে দিন। এরপর প্যাক শুকিয়ে এলে তা হালকা হাতে সামান্য জল দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

ঘরেই বানানো এই কোরিয়ান ফেসপ্যাক ত্বকের মরা কোষ দূর করতে কার্যকর। একইসঙ্গে ত্বককে নরম ও জেল্লাদার করতেও ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই প্যাকের জুড়ি মেলা ভার। এই ফেসপ্যাকে ব্যবহৃত চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। তাই উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে নিয়ম করে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।


You might also like!