kolkata

1 year ago

Salt Lake Rent House : সল্টলেকে বাড়ি ভাড়া নিতে চান? মানতে হবে এই নিয়ম

Salt Lake-Bidhanagar (File Picture)
Salt Lake-Bidhanagar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সল্টলেক-বিধাননগর এলাকাতে লিজে দেওয়া যে কোনও 'নন রেসিডেন্সিয়াল' জমিতেই যে সমস্ত বাড়ি গড়ে উঠেছে সেখানে ভাড়া বসানোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।এই সমস্ত এলাকায় ভাড়া বসানোর ক্ষেত্রে অনুমতির আবেদন পদ্ধতি অনেকটাই শিথিল করতে চলেছে নবান্ন।

জানা গিয়েছে, আবেদন করার পরই একটি প্রাথমিক অনুমতি বা শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে এবং এর মেয়াদ হতে চলেছে ৯০ দিন। এই সময়ের মধ্যে অনুমতি নিতে হবে এবং উপযুক্ত কাগজ দেখিয়ে অনুমতি নেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, বিধাননগর এলাকাতে কোনও বাড়ি ভাড়া দেওয়ার জন্য রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন দফতরের থেকে অনুমতি নিতে হয়। অতীতে অনেক সময় দেখা গিয়েছে, এর জন্য আবেদন করে দীর্ঘদিন আবেদনকারীকে অপেক্ষা করতে হত। ফলে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হত তাঁদের। এই বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপরেই সমস্যার সমাধানে উদ্যোগী হয় প্রশাসন।

এই প্রসঙ্গে রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বলা হয়েছে, যাঁকে বাড়ি ভাড়া দেওয়া হবে তাঁর CIN, চুক্তিপত্র, পরিচয় পত্র এবং ১৫ হাজার টাকা জমা দিতে হবে। সব নথি ঠিকঠাক থাকলেই দেওয়া হবে প্রভিশনার পারমিশন বা শর্তসাপেক্ষে অনুমতি। তবে তা কেবলমাত্র তিন মাস বা ৯০ দিন বৈধ থাকবে। এরই মধ্যে স্থায়ী অনুমতির জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হবে।

এই প্রসঙ্গে একাধিক শর্তের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে, কোন কাজে বাড়িটি ভাড়া নেওয়া হচ্ছে তা মালিকের সঙ্গে চুক্তিতে উল্লেখ করতে হবে। ওই উল্লেখিত কাজের বাইরে অন্য কোনও কাজ করা যাবে না। এক্ষেত্রে ভাড়া নেওয়া বাড়িতে যদি তথ্য প্রযুক্তির কাজ করা হয় সেক্ষেত্রে এই অনুমতি নিতে হবে তথ্য প্রযুক্তি দফতরের।

অস্থায়ী অনুমতি পাওয়ার ৯০ দিনের মধ্যে যাবতীয় শর্ত পূরণ করলেই মিলবে স্থায়ী অনুমতিও। উল্লেখযোগ্যভাবে এই অস্থায়ী আবেদন রিনিউ করা হবে না। যদি অস্থায়ী আবেদনের ৯০ দিন পার হওয়ার পরও স্থায়ী আবেদন না মেলে সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ভাড়া বাড়িটি খালি করে দেওয়া বাধ্যতামূলক। নবান্ন কর্তাদের একাংশের কথায়, ‘সাধারণ মানুষের হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

You might also like!