কলকাতা, ১২ জানুয়ারি : 'সুজিত বসুর দুই ঘনিষ্ঠ আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী কামারহাটিতে পুরসভায় চাকরি পেয়েছে। ব্যাগ গোছানো শুরু করুন। সঙ্গে শীতের জিনিসও রাখবেন।' রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
অন্যদিকে শুক্রবার বেলা বাড়তেই এদিন মন্ত্রী সুজিত বসুর বাড়ির আশেপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। উল্লেখ্য, সন্দেশখালিতে শাজাহান শেখের ঘটনার পর থেকে সতর্ক ইডি আধিকারিকরা।
কয়েকদিনের বিরতির পর কলকাতায় আবার সক্রিয় ইডি। শুক্রবার সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হানা দিলো তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। পুর নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে তারা মন্ত্রীর দুটি বাড়িতে হানা দেয়। সেখানে ইডি আধিকারিকরা জরুরি নথি ও তথ্য খতিয়ে দেখছেন। একসঙ্গে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
যদিও মন্ত্রী সুজিত বসুর দাবি, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চক্রান্ত চলছে। তিনি কেন্দ্রীয় এজেন্সি তরফে কোনো নোটিশ পাননি। এর আগে সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে যখনই তাঁকে ডাকা হবে তিনি উপস্থিত হবেন।