kolkata

1 year ago

Municipal recruitment corruption case WB : জোরালো তথ্য প্রমান EDর হাতে!অয়ন শীলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসত সুপারিশ

Ayan Sil (File Picture)
Ayan Sil (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইডির তরফে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায়  দিল্লির আদালতে পেশ করা এক রিপোর্টে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুরসভা নিয়োগ দুর্নীতি করেছেন অয়ন শীল। সেই গ্রুপের সদস্য ছিলেন রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান। অয়ন শীল ও অন্যান্যদের বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে এই তথ্য পেয়েছে ইডি।

রিপোর্টে ইডির তরফে জানানো হয়েছে, অয়ন শীল ও অন্যান্যদের বাজেয়াপ্ত করা ফোন থেকে জানা গিয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতি করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন দুর্নীতির প্রধান কান্ডারি অয়ন শীল। সেই গ্রুপে ছিলেন রাজ্যের বহু পুরসভার পুরপ্রধানরা। ওই গ্রুপে কাদের নিয়োগ করতে হবে তা সুপারিশ করতেন পুর প্রধানরা।

মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান রথীন ঘোষের নাম উল্লেখ করে সরাসরি জানানো হয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন।

ইডি জানিয়েছে, পুরপ্রধানদের কাছ থেকে সুপারিশ পাওয়ার পর সেই প্রার্থীদের নিয়োগ দিতে তৎপরতা শুরু করতেন অয়ন শীল। সমান্তরালভাবে চলত সেই প্রার্থীর সঙ্গে টাকার অংক নিয়ে দরকষাকষি। টাকার অংক নিয়ে সিদ্ধান্ত হলেই কী ভাবে OMR শিট কারচুপি করে বা নম্বর বাড়িয়ে প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তা নিজের সংস্থার কর্মীদের বলে দিতেন তিনি। টাকার অ এভাবে সুপারিশের মাধ্যমে অযোগ্যরা পুরসভায় নিয়োগ পেয়ে গিয়েছেন। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা।

You might also like!