kolkata

1 year ago

PC Sorcar Jr at ED office :ইডি দফতরে প্রখ্যাত জাদুকর জুনিয়ার পি সি সরকার

PC Sarkar Jr
PC Sarkar Jr

 

কলকাতা, ২২ ডিসেম্বর  : শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হলেন জুনিয়ার পি সি সরকার। এর আগে চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ছিল জাদুকরের।সেই দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি।

২০২১ সালে পি সি সরকারের বাড়িতে চিটফান্ড-কাণ্ডে তল্লাশিও চালিয়েছিল সিবিআই।তল্লাশির পর তদন্তকারী সংস্থা জানিয়েছিল, একটি রেস্তরাঁ নিয়ে নির্দিষ্ট একটি চিটফান্ড সংস্থার সঙ্গে জাদুকরের ব্যবসায়িক চুক্তি হয়েছিল।চুক্তির বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানতেই তদন্ত করেছিলেন সিবিআই আধিকারিকেরা। তবে এদিন কেন তিনি উপস্থিত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে? তা এখন স্পষ্ট নয়।


You might also like!