আসানসোল, ২৬ ডিসেম্বর: ওভারহেড তার-সহ বিদ্যুতের খুঁটি বেঁকে যাওয়ায় আসানসোল-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল ৭.২০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। রেল আধিকারিকদের অনুমান, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। আর সেই দরজার সঙ্গে সংঘর্ষের ফলেই বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটিটি। ৯টার পর খুঁটিটি মেরামত করার কাজ শুরু হলেও ডাউন মেন লাইনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। পাশের লাইন দিয়ে ধীর গতিতে কয়েকটি ট্রেনকে হাওড়ার উদ্দেশে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার সকালে ডাউন লাইন ধরে এগোচ্ছিল বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ওভারহেড তারের লন্ডভন্ড দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন ট্রেনের চালক। খবর পৌঁছয় রেল আধিকারিকদের কাছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানান, আসানসোল পূর্ব কেবিনের কাছে ডাউন মেন লাইনে ওভারহেড তারের খুঁটি কোনও ভাবে বেঁকে গিয়েছিল। সকাল ৭টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে।