kolkata

1 year ago

Covid case in kolkata: কলকাতায় আরও একজন করোনায় আক্রান্ত, চতুর্থ রোগী বেলভিউতে চিকিৎসাধীন

Covid Case foud in Kolkata (File Picture)
Covid Case foud in Kolkata (File Picture)

 

কলকাতা, ২২ ডিসেম্বর: সারাদেশে বাড়ছে কোভিড সংক্রমণ। নতুন সাব-ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। কিন্তু এই ভ্যারিয়েন্টকে এখনই বিপজ্জনক বলছেন না চিকিৎসকরা। এরই মধ্যে কলকাতা শহরেই একাধিক কোভিড আক্রান্তের খোঁজ মিলছে। স্বাভাবিক ভাবেই দানা বাঁধতে শুরু করেছে আতঙ্ক। বৃহস্পতিবারই খবর পাওয়া গিয়েছিল কলকাতায় ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এবার তালিকায় যুক্ত হলেন আরও ১ জন। জানা গিয়েছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা। তিনি ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম নিয়ে ভর্তি হন হাসপাতালে। জ্বর না কমায় কোভিড টেস্ট করা হয়। তাতে ফল বের হয় পজিটিভ। এবার জেনোম সিকোয়েন্সিয়ে পাঠানো হবে স্যাম্পল। তারপরই বোঝা যাবে তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা।

অন্যদিকে, আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ দিনে ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের বাড়ি যাদবপুরে। তাঁরা একই পরিবারের সদস্য। এদের মধ্যে কেউ কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জেনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট আসার পরই। সব মিলিয়ে এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে, রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন ৮ জন।


You might also like!