kolkata

1 year ago

Subhendu Adhikari : মমতাহীন নবান্নে আচমকা হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Subhendu Adhikari
Subhendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁরও হাতিয়ার বঞ্চনা। বঞ্চনা বাংলার শাসক দলের বিরুদ্ধে। এই ইস্যুতে বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাহীন নবান্নে তাঁর আচমকা প্রবেশে খানিকটা হকচকিয়ে যান নিরাপত্তারক্ষীরা। তবে জানা গিয়েছে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতেই নবান্নে যান শুভেন্দু। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক।

এদিনই বাংলার বকেয়া চাইতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মিনিট কুড়ির বৈঠকে বকেয়া মেটাতে মমতাকে একটি কমিটি তৈরির প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ঠিক হয়েছে কেন্দ্র-রাজ্যের অফিসাররা বৈঠক করে এই ব্যাপারে জট কাটাবেন।

বৈঠক শেষে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বকেয়া নিয়ে তাঁদের কথা মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি আশা করছেন এই ব্যাপারে সমস্যা দ্রুত মিটতে পারে।


You might also like!