kolkata

1 year ago

Gita Path in Kolkata : গীতাপাঠের আসরে যাতায়তের জন্য এলাহি ব্যবস্থা

Gita Jayanti in Kolkata (Symbolic Picture)
Gita Jayanti in Kolkata (Symbolic Picture)

 

কলকাতা : আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীতে গীতাপাঠের আসর বসছে ব্রিগেডে। গীতাপাঠের আসর ঘিরে ইতিমধ্যে সাজ সাজ রব পড়ে গিয়েছে। অনুষ্ঠানস্থলে নিয়ে আসা ও যাওয়ার জন্য ২৫০টি বাস ও লরির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও ১৩টি বিশেষ ট্রেন চালানোর জন্যও রেল দফতরের কাছে উদ্যোক্তারা আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।

অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের মতো একাধিক সংগঠন যৌথভাবে এই আয়োজন করেছে। তৈরি হচ্ছে মোট তিনটি মঞ্চ। মূল মঞ্চটি হবে ৯৬ ফুট চওড়া এবং ৪০ ফুট লম্বা। মূল মঞ্চের পিছনে থাকবে প্রধানমন্ত্রীর অফিস। মূল মঞ্চের বাঁ দিকে এবং ডান দিকে থাকবে আরও দুটি মঞ্চ। সবমিলিয়ে পুরো মঞ্চ হবে ১৪৮ ফুটের।

উদ্যোক্তাদের দাবি, এক লক্ষেরও বেশি মানুষ ওই দিন সমবেতভাবে অংশ নেবেন গীতাপাঠে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অনেকে। থাকবেন বহু সাধু-সন্তও। হাজির থাকার কথা স্কুল পড়ুয়াদেরও।

সূত্রের খবর, গীতাপাঠের আয়োজনের জন্য প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। প্রধানমন্ত্রী সহ বিশিষ্টদের জন্য আঁটসাঁট নিরাপত্তা বলয় তৈরি করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাইরে থেকে যাঁরা আগের দিন পৌঁছবেন তাঁদের বিভিন্ন মঠ, মন্দির ও ব্রিগেডে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর শেষ মুহূর্তে কিছুটা কাটছাঁট হওয়ায় ২৩৭টি শ্লোকের পরিবর্তে ১৫৯টি শ্লোক পাঠ করা হতে পারে বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদী নিজে গীতার একটি অধ্যায় পাঠ করবেন বলেও জানা গেছে।

You might also like!