International

2 weeks ago

Afghanistan-Myanmar Earthquake: জোড়া ভূমিকম্প আফগানিস্তানে, কেঁপে উঠল মায়ানমারও

Afghanistan-Myanmar Earthquake
Afghanistan-Myanmar Earthquake

 

কাবুল ও নেপিদ, ১৯ জুলাই : জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার ভোররাত ১.২৬ মিনিট ও ২.১১ মিনিট নাগাদ ৪.২ ও ৪.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার ভোররাত ১.২৬ মিনিট নাগাদ প্রথমে ৪.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে, এরপর ভোররাত ২.১১ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন টের পাওয়া যায়। শনিবার ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমারও। মায়ানমারে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোররাত ৩.২৬ মিনিট নাগাদ ৩.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মায়ানমারে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র।

You might also like!