Game

1 hour ago

Liverpool vs Arsenal 1-0: আর্সেনালকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো লিভারপুল

Liverpool vs Arsenal 1-0,Premier League
Liverpool vs Arsenal 1-0,Premier League

 

লিভারপুল, ১ সেপ্টেম্বর  : গত আসরের শীর্ষ দুই দল রবিবার রাতে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিলো। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইটা এক সময় মনে হচ্ছিল ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছে। কিন্তু ৮৩ মিনিটে ডমিনিক সোবোসালাইয়ের অসাধারণ ফ্রি কিক সব ওলট পালট করে দিয়ে জয় তুলে নিল লিভারপুল। আর এই জয়ে মরসুমের প্রথম তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে গেল স্লটের দল।

প্রথম হাফে তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। দ্বিতীয় হাফে বেশকিছু পরিবর্তন আনে দুই দলই। তবে এই হাফে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। ম্যাচের ৮৩ মিনিটে জোনসকে ফাউল করায় ফ্রি কিক পায় লিভারপুল। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া সোবোসালাইয়ের ফ্রি কিক বারের কোণে লেগে ভিতরে ঢুকে যায়। আর্সেনালের গোলকিপার রায়া চেষ্টা করেও আটকাতে পারেননি। শেষ পর্যন্ত সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

You might also like!