Country

2 months ago

Bihar Bandh: বিহার বনধে ব্যাপক সাড়া পাটনায়, রাস্তায় শুয়ে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের

Bihar Bandh
Bihar Bandh

 

পাটনা, ৯ জুলাই : বিহার বনধে পাটনায় ভালোই প্রভাব লক্ষ্য করা গিয়েছে। 'বিহার বনধ'-এ অংশগ্রহণকারী কংগ্রেস কর্মীরা যানবাহন চলাচল বন্ধ করার জন্য রাস্তায় শুয়ে পড়েছে। ২০২৫ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে মহাজোটবন্ধন 'বিহার বনধ'-এর ডাক দিয়েছে। এক কংগ্রেস কর্মী বলেছেন, "সরকার আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব। আমাদের নেতৃত্ব যতদূর বলবে আমরা ততদূর লড়াই করব। শাসক দল কেবল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।" অপর একজন বলেছেন, "পুরো বিহার সফলভাবে বনধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কারচুপির বিরুদ্ধে মহাজোটবন্ধন ঐক্যবদ্ধ। কোনও গাড়ি আমাদের পিষে ফেললেও আমরা উঠে দাঁড়াবো না।"

You might also like!