Country

1 month ago

Tree Plantation: উত্তর প্রদেশে শুরু হল ‘একটি গাছ মায়ের নামে’ বৃক্ষরোপণ অভিযান

UP Schools to Launch Massive Tree Plantation Drive in Mothers’ Names on World Environment Day
UP Schools to Launch Massive Tree Plantation Drive in Mothers’ Names on World Environment Day

 

লখনউ, ৯ জুলাই : উত্তর প্রদেশে বুধবার থেকে শুরু হল বৃক্ষরোপণ মহাঅভিযান ২০২৫। উত্তর প্রদেশের রাজ্যজুড়ে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘একটি গাছ মায়ের নামে’। জানা গেছে ,বুধবার রাজ্যে মোট ৪ কোটি ৯০ লক্ষ ৪ হাজার ৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যদিও এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা অযোধ্যা থেকে করবেন, তবে তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রসঙ্গত, এই কর্মসূচির মূল লক্ষ্য ৩৭ কোটি গাছ রোপণ করা। সেই লক্ষ্যে সরকারি দফতর গুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করা হচ্ছে। রাজ্যের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন পরিবেশবিদরা।

You might also like!