Cooking

2 years ago

Italian Spaghetti : ইটালিয়ান স্প্যাগেটি!! দারুণ সুস্বাদু এই খাবার

Italian Spaghetti
Italian Spaghetti

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইটালিয়ান স্প্যাগেটি, একটি বিদেশী খাবার। স্বাদ বদলাতে রাতের ডিনারে বাড়ির সবাইকে খাওয়ান ইটালিয়ান স্প্যাগেটি। খুব সহজ এই রেসিপি 

 উপকরণ 

• স্প্যাগেটি ১ কাপ, 

• টমেটো ১/২ কেজি, 

• বেসিল লিফ গুঁড়া ১ চা চামচ,

• অরিগেনো ১ চা চামচ,

• টমেটো সস ১০০ গ্রাম,

• কাঁচা মরিচ কুচি ৫০ গ্রাম,

• পেঁয়াজ কুচি ২০০ গ্রাম,

• রসুন কুচি ২ টেবিল চামচ, 

• তেল ২ টেবিল চামচ,

• লবণ পরিমাণমতো


পদ্ধতি 

আস্ত টমেটো সিদ্ধ করে টমেটোর উপরের ছোকলা ছাড়িয়ে কুচি করে নিন। এবার কড়াইতে তেল গরম করে রসুন পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। সিদ্ধ টমেটো ও টমেটো সস, কাঁচা মরিচ কুচি দিয়ে ভেজে নিয়ে হাফ কাপ জল দিন, বেসিল লিফ ও অরিগেনো, লবণ দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। জলে লবণ দিয়ে স্প্যাগেটি সিদ্ধ করুন। জল ছেকে ফেলে ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন। এরপর প্লেটে স্প্যাগেটি ঢেলে ও তার উপর টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ইটালিয়ান স্প্যাগেটি।


You might also like!