Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Business

1 year ago

Mukesh Ambani : চিনের জারিজুরি শেষ করলেন একা মুকেশ আম্বানি! কীভাবে জানেন?

Mukesh Ambani (File Picture)
Mukesh Ambani (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিন ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় সম্প্রতি নিজেদের বিনিয়োগ বৃদ্ধি করেছে। যা ভারতের জন্য অত্যন্ত অস্বস্তিকর। কারণ এরফলে ভারত মহাসাগরের উপরে চিনের নজরদারি আরও বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বিনিয়োগ করছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।

আসলে আর্থিক ভাবে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সরকারি টেলিকম কোম্পানির শেয়ার বিক্রি করতে উদ্যোগী হয়েছে। চিনের ইচ্ছা ছিল এই টেলিকম কোম্পানিতে অংশীদারিত্ব নিয়ে ভারতের উপর নজর রাখতে। কিন্তু সেই চিনা পরিকল্পনা ভেস্তে দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও। 

সূত্রের খবর, রিলায়েন্স জিও শ্রীলঙ্কার টেলিকম পিএসসিতে অংশীদারিত্ব কিনতে পারে। আসলে, শ্রীলঙ্কান সরকার দুর্বল আর্থিক পরিস্থিতির মোকাবিলার জন্য সরকারি কোম্পানিগুলোকে বেসরকারিকরণ করছে। মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-র সঙ্গে এই চুক্তি হলে দ্বিগুণ সুবিধা পাবে ভারত। একদিকে যেমন চিন ভারতের উপর নজর রাখতে পারবে না। তেমনই ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া পর্যটকরা কম খরচেই ইন্টারন্যাশনাল কল এবং ডেটা- ইন্টারনেট প্যাকের সুবিধা পাবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলঙ্কার টেলিকম সেক্টরে প্রবেশের পর, জিও বিশ্ব টেলিকম বাজারে আধিপত্য বিস্তার করতে পারে। এই মুহূর্তে মাত্র কয়েক বছরেই জিও ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হয়ে উঠেছে। ২০২৩ সালের অক্টোবরের TRAI-এর তথ্য অনুসারে, Jio এই এক মাসে প্রায় ৩১.৫৯ লাখ ব্যবহারকারী বৃদ্ধি করেছে। একদিকে জিও-র ব্যবহারকারীর সংখ্যা যখন ক্রমেই বাড়ছে। তখন রেড এলার্ড জারি হচ্ছে এয়ারটেল, VI -এর মতো সংস্থার। 

রিপোর্ট থেকে জানা গিয়েছে শ্রীলঙ্কান সরকারের কাছে টেলিকম কোম্পানি পিএলসি -র ৪৯.৫ শতাংশ শেয়ার রয়েছে। অপর যে সংস্থাটির কাছেও প্রচুর শেয়ার রয়েছে, সেটি হল আমস্টারডাম-ভিত্তিক কোম্পানি গ্লোবাল টেলিকমিউনিকেশন হোল্ডিংস। এই সংস্থার শেয়ারের পরিমাণ রয়েছে ৪৪.৯ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম ছাড়াও, Gortune ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট হোল্ডিং লিমিটেড এবং পেটিগো কমার্সিও ইন্টারন্যাশনাল এলডিএ এটি কেনার জন্য আবেদন করেছে৷ 

You might also like!